The Concept (ধারণা)

The Concept ধারণা
 দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ জরীপ প্রতিষ্ঠান- স্পীক এশিয়া। Speak Asia Online একটি অনলাইন ভিত্তিক জরীপ কোম্পানী। যেটি বিশ্বব্যাপী জরীপ ও বিজ্ঞাপনের কাজ করে থাকে।

জরীপ কেন প্রয়োজন: সুনির্দিষ্ট পরিকল্পনা, উৎপাদন কিংবা বিপণন একটি পণ্যের সফলতা নিশ্চিত করতে পারেনা। একটি নির্দিষ্ট এলাকার ক্রেতা বা ভোক্তাদের চাহিদা, রুচি, ক্রয় ক্ষমতা ইত্যাদি যাচাই বাছাই করার জন্য বাজার গবেষণা একান্ত প্রয়োজন, এই বাজার গবেষণার অন্যতম হাতিয়ার Survey বা জরীপ।

Survey বা জরীপ কি?
জরীপ বলতে আমরা বুঝি তা হলো, সাধারণ মানুষের বাড়ী-বাড়ী গিয়ে তাদের মতামত, ইচ্ছা, প্রয়োজন/চাহিদা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
Survey বা জরীপ দু’ প্রকার, যথাঃ ১. Offline Survey, ২. Online Survey
Offline Survey আমরা সচরাচর দেখে থাকি, যেমনঃ তিব্বত সাবান, ক্লোজ-আপ টুথপেস্ট ইত্যাদির জরীপ বিভিন্ন এলাকায় ও জেলা সমূহে তথ্য সংগ্রহকারীগণ ঘরে-ঘরে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জরীপ কাজে অংশ নেয়। Online Survey বলতে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ভোক্তা বা সাধারণ মানুষের কাছ থেকে সু-চিন্তিত মতামত নেয়াকে বোঝায়।

Survey বা জরীপ কাজে কেন কোম্পানীগুলো অর্থ ব্যয় করে?
Survey বা জরীপ পণ্যের ঝুঁকি কমায় কারণ Survey বা জরীপের মাধ্যমে কোম্পানীগুলো ক্রেতাদের মনোভাব যাচাই করার সুযোগ পায়। ক্রেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহের অন্যতম উপায় Survey বা জরীপ। বাজারে কোন পণ্যটি বহুল প্রচলিত এবং পণ্যগুলোর কোন কোন বিষয় সম্পর্কে সাধারণ ক্রেতাদের অভিযোগ রয়েছে তা নিরীক্ষা করার মাধ্যম Survey বা জরীপ। বস্তুত কোম্পানীগুলো তাদের পণ্য ও সেবা সম্পর্কে জরীপ কাজের জন্য বিভিন্ন বাজার গবেষণা প্রতিষ্ঠান (Market Reasearch Firms) গুলোকে নিয়োগ থাকেন। এ সকল বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলো জরীপ কাজের জন্য সাধারণ ছাত্র, কর্মহীন যুবক বা যুবতীদের নিয়োগ দিয়ে থাকে, তারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে গিয়ে তথ্য সংগ্রহ করে যা ছোট-বড় প্রতিটি কোম্পানী বা বহুজাতিক কোম্পানীর জন্য গুরুত্বপূর্ণ । যেমনঃ Speak Asia Online এমন একটি প্রতিষ্ঠান যারা বিশ্বব্যাপী জায়ান্ট কোম্পানীগুলোর জরীপ কাজ করে থাকে। TOYOTA, UNILIVER, GENERAL MOTOURS, PHILIPS, TATA, SAMSUNG, NOKIA, SONY, AIRTEL, MacDONALD, KFC, PEPSI,COCA-COLA ইত্যাদি। Speak Asia Online এ জরীপ কাজের জন্য প্যানেলভুক্ত হয়ে থাকেন সমগ্র বিশ্বের রেজিষ্ট্রার্ড প্যানেলিস্টগণ। এজন্য Speak Asia Online জরীপের মাধ্যমে তাদের প্যানেলিস্টগণ আয় করে মিলিয়ন ডলার আয় করার সুযোগ পায়।

About Speak Asia
সিঙ্গাপুর বংশদ্ভোত Mr. Harender Kaur নামে একজন স্বনামধন্য সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারের নারী ২০০৬ সালে এ কোম্পানীটি প্রতিষ্ঠা করেন। প্রথমে প্রতিষ্ঠানটি Offline ছিল। এবং পরবর্তীতে Online এ রুপান্তর করে। যার দরুন অনেক কম সময়ে কম পরিশ্রমে অধিক মতামত সংগ্রহ করা সম্ভব হয়। সিঙ্গাপুর সরকারের অনুমতিপ্রাপ্ত Speak Asia Online একটি বৈধ কোম্পানী যা বিশ্বব্যাপী Perfect Legal Company হিসেবে স্বীকৃত। অনলাইনে ঘরে বসে আয়ের এটি একটি অনন্য উদাহরন। বর্তমানের এটি মালয়শিয়া, ইন্দনোশিয়া, ভারত, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Company Vision:
এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহৎ জনগোষ্ঠীর আবাসস্থল এবং যে কোন পণ্যের জন্য প্রথিবীর সর্ববৃহৎ মার্কেট। স্পীক এশিয়া হলো এশিয়া ভিত্তিক সর্ববৃহৎ জরীপ কোম্পানী। জরীপের পাশাপাশি এটি মার্কেটিং বা বিজ্ঞাপরে কাজটুকুও সেরে ফেলে। যেমন ধরুন এশিয়ার ১০ লক্ষ মানুষ স্পীক এশিয়া প্যানেলিস্ট তবে যে কোন প্রতিষ্ঠানে যে কোন তথ্য জানানোর জন্য একটি মেইলই যথেষ্ট। আমরা যেমন অনেকেই দেশীয় অনেক প্রতিষ্ঠানের জরীপ কাজে অংশ নিয়ে পার্ট টাইম বা ফুল টাইম কাজের মাধ্যমে আয়ের সুযোগ পেয়ে থাকি তেমনি স্পীক এশিয়া বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের পার্ট টাইম বা ফুল টাইম কাজের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন এবং বৃহৎ একটি জনগোষ্ঠীকে কম্পিউটার ও অনলাইনে পারদর্শী করে তুলতে পেরেছে।

আপনি কিভাবে আয় করবেন?
আপনি যখনই Speak Asia Online এর একজন রেজিস্ট্রার প্যানেলিস্ট বা প্যানেল হোল্ডার হবেন তখনই আপনি আপনার সু-চিন্তিত মতামত প্রদানের সুযোগ পাবেন। শুধু তাই নয় More People, More Opinion & More Correct Opinion পাওয়ার লক্ষ্যে Speak Asia Online Company তার রেজিস্ট্রার প্যানেলিস্টদের শুধু সাপ্তাহিক বা মাসিক সম্মানী বা বেতন ছাড়াও যারা টীম গঠনের লক্ষ্যে Referral কাজে অংশ গ্রহণ করেন তাদের Reference to Reference Network বৃদ্ধির জন্য প্রতিজন প্যানেল হোল্ডার যদি কমপক্ষে তাদের দুই পাশে দুটি টীম গঠন করতে পারে তারাও দৈনিক আয় করতে পারে। অধিক প্যানেল নিয়ে যারা কাজ করবেন তারা অধিক আয়ের সুযোগ পেয়ে থাকেন।

আয়ের পদ্ধতি :
Speak Asia Online এর একজন রেজিস্ট্রার প্যানেলিস্ট বা প্যানেল হোল্ডার হতে হলে প্রথমেই রেজিস্ট্রার করতে হবে। প্যানেলভুক্ত বা রেজিষ্ট্রেশন ফি = ২০ ডলার

দুই ধরনের প্যানেলিস্ট হওয়ার সুযোগ আছে :

ক) Standerd Panalist ১৫ দিন পরপর একটি করে বৎসরে ২৬টি ই-বুলেটিন ইস্যু যার মূল্য ১০০ ডলার এবং মেয়াদ ৬ মাস (নবায়নযোগ্য)
খ) Premium Panalist ০৭ দিন পরপর একটি করে বৎসরে ৫২টি ই-বুলেটিন ইস্যু যার মূল্য ২০০ ডলার এবং মেয়াদ ১২মাস (নবায়নযোগ্য)
(উভয় প্যানেলের ক্ষেত্রেই মেয়াদোর্ত্তীন হওয়ার পূর্বে Renew বা নবায়ন করে নিতে হইবে, অন্যথায় নিয়মিত আয় বন্ধ হয়ে যাবে)


Compensation
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরপরই আপনি সপ্তাহে দুটি জরীপের জন্য মনোনীত হয়ে যাবেন। এবং যতবার আপনি লগইন করবেন ততবার প্রশ্নমালা দেখতে পাবেন।
ষ্ট্যান্ডার্ড প্যানেলিস্ট (Standard) হিসেবে আপনি সপ্তাহে ৭ ইনসেনটভ পয়েন্ট অর্জন করতে পারবেন। (বছরে ৩৬৪ পয়েন্ট পর্যন্ত) { ১ ইনসেনটিভ পয়েন্ট = ১ ইউ.এস ডলার}
প্রিমিয়াম প্যানেলিস্ট (Premium) হিসেবে আপনি সপ্তাহে ২০ ইনসেনটিভ পয়েন্ট অর্জন করতে পারবেন ( বছরে ১০৪০ পয়েন্ট পর্যন্ত) { ১ ইনসেনটিভ পয়েন্ট = ১ ইউ.এস ডলার}
{আপনি ইচ্ছা করলে একই ই-মেইল আইডি (E-mail ID) ও একই মোবাইল নাম্বার একই নামে সর্বোচ্চ ৩টি প্যানেল সেন্টার নিতে পারবেন। এবার ১টি প্যানেল এর ভেতর ১ থেকে ৯টি সাব প্যানেল (২০০ ডলার এর বিনিময়ে) নিয়ে আপনার আয় ১০ গুন করার সুযোগ পাবেন।}

আয় বৃদ্ধির কৌশল :
সার্ভে বা জরীপ ছাড়াও আপনি আপনার সাথে আপনার টীমে আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যদের প্যানেলিস্ট হিসেবে অংশ গ্রহন করিয়ে নিজের ও প্রত্যেকের আয় বহুগুন বৃদ্ধি করতে পারেন।

প্রত্যক্ষ আয় ( Active Income) :
সরাসরি আয়- আপনি যদি কাউকে আপনার প্যানেলে আপনার টীমে সরাসরি অর্ন্তভুক্ত করেন, তিনি আপনার লিংকযুক্ত প্যানেলে যত ডলার দিয়ে আয় শুরু করবেন তত ডলারের উপর আপনি স্পট (Spot) আয় পাবেন ১০% এবং আপনার লিংকযুক্ত প্যানেলিস্ট যদি প্রতি সপ্তাহে ২টি সার্ভে ফরম পূরণ করে তাতে আপনার সহযোগীতার প্রয়োজন হতে পারে এজন্য কোম্পানী আপনাকে স্পন্সর প্যানেলিস্ট আয় হতে প্রতি ফরমে .৫ ডলার (Standerd Panalist এর ক্ষেত্রে) এবং ১.৫ ডলার (Premium Panalist এর ক্ষেত্রে) করে ইনসেনটিভ বোনাস দিবে।
টীম বোনাস ১ (প্যানেল ম্যাচিং বোনাস) আপনি আপনার বাম ও ডান পার্শ্বের টীমে দুইজনকে অর্ন্তভুক্ত করতে পারবেন। এভাবে ২০০ ডলার করে বাম পার্শ্বে ১টি ও ডান পার্শ্বে ১টি প্যানেল হলেই প্যানেল ম্যাচিং বাবদ পাবেন টীম বোনাস ১০% বা ২০ পয়েন্ট/ডলার। এভাবে দৈনিক সর্বোচ্চ ২০ জোড়া অর্থ্যাৎ ৪০০ ডলার বা ২৮০০/-টাকা বোনাস পেতে পারেন।

টীম বোনাস ২ (সাব-প্যানেল ম্যাচিং বোনাস)- আবার আপনার উভয় পার্শ্বে (বাম ও ডান পার্শ্ব) প্রতিটি প্যানেল ১-৯ থেকে পর্যন্ত সাব-প্যানেল ক্রয় করতে পারবেন। আপনি এসব সাব-প্যানেল ম্যাচিং থেকে পাবেন দৈনিক
বিঃ দ্রঃ বাম ও ডান পার্শ্বের প্যানেল ও সাব-প্যানেল ম্যাচিং এর পর অবশিষ্ট পয়েন্টগুলোর মধ্যে দুর্বল পার্শ্বের পয়েন্টগুলো ফ্লাশআউট হয়ে যায়। শক্তিশালী পার্শ্বের পয়েন্ট পরবর্তী দিনের জন্য থেকে যায।
সরাসরি আয় (Sponsor Bonus) ছাড়াও টীম বোনাস-১ ও টীম বোনাস-২ এ দুই টীমে প্রতিদিন আয় করতে পারবেন (৪০০+৫১২০) = ৫৫২০ ডলার বা ৩,৮৬,০০০/-টাকা।
পরোক্ষ আয় (Passive Income):
আপনার ব্যক্তিগত স্পন্সর যদি ষ্ট্যান্ডার্ড প্যানেলিস্ট (Standerd Panalist) হয় তবে তার সাপ্তাহিক কাজের উপর আপনি প্রতি সপ্তাহে প্রতি সার্ভে ফরমে ০৫ ডলার বা সপ্তাহে মোট ১ ডলার পাবেন। আপনার ব্যক্তিগত স্পন্সর যদি প্রিমিয়াম প্যানেলিস্ট (Premium Panalist) হয় তবে তার সাপ্তাহিক কাজের উপর আপনি প্রতি সপ্তাহে প্রতি সার্ভে ফরমে ১.৫ ডলার বা সপ্তাহে মোট ৩ ডলার করে পাবেন। আপনার ১টি সার্বে প্যানেল হতে সর্বোচ্চ Inentive বা পুরস্কার পেতে পারেন তা নিম্নে চিত্রে দেখানো হলো।
যতবেশী সার্ভে প্যানেল হবে ততবেশী আয় হবেঃ
মনে রাখবেন ১ পয়েন্ট = ১ ডলার

সংক্ষেপে আয়ের বিবরণঃ

1) প্যানেল ইনকাম : ষ্টান্ডার্ড প্যানেলিস্ট এর ক্ষেত্রে সপ্তাহে ৭ পয়েন্ট বা ৭ ডলার মাসে (............) = ২৮ পয়েন্ট বা ডলার এবং প্রিমিয়াম প্যানেলিস্ট এর ক্ষেত্রে ২০ পয়েন্ট বা ২০ ডলার, মাসে (........) = ৮০ পয়েন্ট বা ডলার এভাবে ১ বছরে সর্বোচ্চ ১০৪০ পয়েন্ট বা ডলার পর্যন্ত ।
2) ডিরেক্ট ইনকাম : সরাসরি স্পন্সরের ক্ষেত্রে আপনি তাৎক্ষনিক ১০ পয়েন্ট বা ২০ ডলার (ষ্টান্ডার্ড প্যানেলিস্ট এর ক্ষেত্রে) ও ২০ পয়েন্ট বা ২০ ডলার (প্রিমিয়াম প্যানেলিস্ট এর ক্ষেত্রে) আয় করতে পারবেন।
3) প্যানেল ম্যাচিং :প্যানেল ম্যাচিং এর মাধ্যমে আপনি আয় করতে পারেন প্রতিদিন ২০ জোড়া বা ৪০০ ডলার।
4) সাব-প্যানের ম্যাচিং : সাব-প্যানের ম্যাচিং এর মাধ্যমে আপনি আয় করতে পারেন প্রতিদিন ৫১২০ ডলার বা ৩৫৮৪০০/- টাকা।

রেজিষ্ট্রেশন কিভাবে করবেন?

Step 1
প্যানেলিস্ট হিসেবে রেজিষ্ট্রেশন করার জন্য আপনি ৩টি অপশন পাবেনঃ
A. যদি বিশ্বের সেরা বিশটি সার্ভে কোম্পানীর যে কোন একটিতে আপনি কাজ করে থাকেন আপনার বাৎসরিক আয় ছিল ১০০০ ডলার বা তারও বেশী তবে আপনার আয়ের সনদটি : test.support@speakasiaonline.com এই ঠিকানায় পাঠিয়ে দিন। নিরীক্ষার পর বিনামূল্যে আপনি রেজিষ্টেশনের সুযোগ পাবেন।
B. প্যানেলিস্ট হিসেবে কাজ করার জন্য আপনাকে পরীক্ষার সুযোগ প্রদান করবে এজন্য আবেদন করতে পারেন test.support@speakasiaonline.com ঠিকানায় এরপর আপনাকে ইংরেজি ভাষা, কমিপ্রহেনসন, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ের উপর পরীক্ষার উপর পরীক্ষার জন্য ইন্টারভিউতে ডাকা হবে। যদি সিলেক্টেড হোন তবে আপনাকে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের জন্য একটি সাবক্রিপশন কোড দেয়া হবে। বর্তমানে দুটি টেস্ট সেন্টার হচ্ছে মুম্বাই (ভারত) ও সিঙ্গাপুরে। পরীক্ষার ফি ৬০ ডলার।
C. আপনি ষ্টান্ডার্ড প্যানেলিস্ট (Standerd Panalist) হিসেবে রেজিষ্ট্রেশন করার জন্য ১২০ ডলার বা ৮৪০০/- টাকার বিনিময়ে ২৬টি অনলাইন সার্ভে পেপার ই-বুলেটিন (E-Bulletin/Electronic Magazine) কিনতে পাবেন।
আথবা আপনি প্রিমিয়াম প্যানেলিস্ট (Premium Panalist) হিসেবে রেজিষ্ট্রেশন করার জন্য ২২০ ডলার বা ১৫,৪০০/- টাকার বিনিময়ে ৫২টি অনলাইন সার্ভে পেপার ই-বুলেটিন (E-Bulletin/Electronic Magazine) কিনতে পাবেন।
আপনি ই-বুলেটিন বা ই-ম্যাগাজিন ক্রয় করলেই সপ্তাহে দুটি সার্ভের জন্য মনোনীত হবেন।
আপনি ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে স্পীক এশিয়ার যে কোন শাখা হতে সাবক্রিপশন ক্রয় করতে পারেন অথবা ব্যাংকে টাকা প্রদান করে অনলাইনের মাধ্যমে সাবক্রিপশন ক্রয় করতে পারেন।

Step 2
আপনার সাবক্রিপশন কোড অনুযায়ী আপনার রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করুন।

Step 3
আপনার ই-মেইলে স্পীক এশিয়ার ইউজার নেম (username) ও পাসওয়ার্ড পাঠানো হবে এবং মোবাইলেও পাঠানো হবে।

Step 4
আপনার ইউজার নেম (username) ও পাসওয়াড এর সাহায্যে স্পীক এশিয়াতে লগ ইন করুন।

Step 5
যতবার আপনি লগ ইন করবেন ততবার আপনি সার্ভে ফরম পাবেন পূরণ করতে হবে,আপনাকে প্রতি সপ্তাহে দুটি ফরম পূরণ করতে হবে আপনার সপ্তাহিক কমিশন পাওয়ার জন্য।
ফরমের জন্য প্রথম দুই মাস হবে প্রশিক্ষণ পিরিয়ড অথাৎ প্রথম দুই মাসে Uncorrect সার্ভে হলেও আয় চলে আসবে। পরর্বতীতে অবশ্যই সঠিক উত্তর দিতে হবে। এক্ষেত্রে আপনি অন্যের সহায়তা নিয়ে সঠিক উত্তর দিতে পারবেন।

রেজিষ্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন হবে :
1) আপনার নাম/প্রতিষ্ঠানের নাম
2) একটি রেফারেন্স আই ডি
3) ই-মেইল আই ডি (E-mail ID)
4) মোবাইল নাম্বার
5) নমিনীর নাম ও সম্পর্ক
6) পোস্টাল ঠিকানা
7) যে কোন একটি ব্যাংক একাউন্ট নাম্বার ও ব্যাংক ঠিকানা
8) জন্ম তারিখ


কারা এ ব্যবসায় সহজে সাফল্য পাবেন

সার্ভে বা জরীপ কাজে যে কেহ সাফল্য পেতে পারেন তবে তাকে নূন্যতম কিছুগুনের অধিকারী হতে হবে,যেমন :
ক) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
খ) যারা সুচিন্তিত মতামত প্রদানে আগ্রহী।
গ) ইংরেজিতে পরাদর্শীতা থাকতে হবে।
ঘ) কম্পিউটার জানেন এমন
ঙ) কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক
চ) পার্টটাইম কাজে আগ্রহী এমন সুশিক্ষিত লোকজন
ছ) পরিশ্রমের মাধ্যমে যারা ভাগ্য উন্নয়নে বিশ্বাসী
জ) যারা নূন্যতম বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করতে আগ্রহী
ঝ) উচ্চশিক্ষিত ও উচ্চাকাঙ্খি কর্মহীন যুবক/যুবতী

অন্যান্য এমএলএম (MLM) কোম্পানীর সাথে স্পীক এশিয়ার পার্থক্য :



প্রশ্নোত্তর পর্ব

১) আমার দেয়া সকল তথ্য ও প্রতিবার লগইন করার সময় যেসব তথ্য প্রদান করেছি তা কিভাবে সংরক্ষন করবে?
উত্তর : আপনার দেয়া সকল তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় এবং কোম্পানীর প্রয়োজনে তা রিভিউ করা হয়।

২)যদি আমি আমার তথ্যসমূহ (যেমন-বয়স,আয়) ভূুল প্রদান করি তাহলে কি আমার মেম্বারশীপ এ সমস্যা হবে?
উত্তর : ইচ্ছাকৃত ভুল তথ্যের জন্য আপনার মেম্বারশীপ বাতিল হতে পারে এবং প্যানেলিস্ট হিসেবে ভুল তথ্য প্রদানের জন্য আপনাকে প্যানেল হতে বাদ দিতে পারে।

৩)পূর্বেও আমি একটি সার্ভে কোম্পানীতে কাজ করেছি কিন্তু কোন আয় পায়নি কেন?
উত্তর ৱ: এর দুটি কারণ থাকতে পারে - 
ক) আপনি যে কোম্পানীতে কাজ করেছেন সে প্রতিষ্ঠানের নৈতিকতা ছিলনা।
খ) দ্বিতীয় কারণ হতে পারে আপনি সঠিক সার্ভের উত্তর দিতে পারেননি। স্পীক এশিয়াতে আপনার সঠিক উত্তর প্রদানে সহায়তা স্বরুপ ই-বুলেটিন প্রদান করা হবে। প্রথম ৮সপ্তাহ বা দুই মাস ধরে নেয়া হবে প্রশিক্ষণ সময়কাল হিসেবে এবং সঠিক উত্তর প্রদানের জন্য সহযোগিতা প্রদান করা হবে।

৪) যদি ৭দিনের মধ্যে সার্ভের উত্তর দিতে ব্যর্থ হই তবে বোনাস পাব কি?
উত্তর : প্রত্যেক সার্ভে ৪সপ্তাহের জন্য উম্মুক্ত থাকবে এর মধ্যে পূরণে ব্যর্থ হলে ঐ সার্ভের জন্য আপনি আয় পাবেন না।

৫) ভুল উত্তরের জন্য আমি আয় পাব কি?
উত্তরঃ ৮ সপ্তাহ বা দুই মাস আপনি ভুল উত্তরের জন্য আয় পাবেন কিন্তু উত্তর প্রদানে বারবার বিরত থাকার জন্য আয় বন্ধ হয়ে যাবে। ৮ সপ্তাহ পর আপনার ভুল উত্তরের জন্য আয় পাবেন না।

৬) ই-বুলেটিন ও প্যানেল রেজিষ্ট্রেশনের মেয়াদ কতদিন?
উত্তরঃ ই-বুলেটিন এর মেয়াদ ১ বছর যা আপনি ১২০ ডলার বা ২২০ ডলারের বিনিময় ক্রয় করেছেন। প্রতিটি ই-বুলেটিন এর মাধ্যমে আপনি সার্ভের নিয়ম কানূন জানতে পারবেন। প্যানেল রেজিষ্ট্রেশনের মেয়াদও ১ বছর এরপর পূনরায় রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন মেয়াদ শেষ হওয়ার ৭ দিন পূর্বে।

৭) সার্ভে শেষ হওয়ার কয়দিন পর আমি আয় পাব?
উত্তরঃ সার্ভে ফরম জমা দেওয়ার ৩০ দিন পর আপনার ই-ওয়ালেট এ আপনার আয় জমা হবে।

৮) কোম্পানী হতে আমি কিভাবে আয় তুলতে পারবো?
উত্তরঃ আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমেও আপনার আয় তুলতে পারবেন। আমাদের ওয়েব সাইটে আপনি ক্যশ অনুরোধ করার পর ৭ থেকে ১৪ দিনের মধ্যে আপনার বিল তুলতে পারবেন (যা নির্ভর করবে লোকাল ব্যাংকের উপর)