Monday, November 28, 2011

SPEAK ASIA ONLINE BANGLADESH ( 22-11-11 )


News Collected from Speak Asia Online Pte Ltd.(True Panelist of Bangladesh).

Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : TPB
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
News Date : 23th November 2011

Dear Panelist all of you are eager to know update news of Singapore team 19th & 20th Nov. Dear as I know they are working behind our server & website. As soon as they are handing over our website to us. Don't panic. As we waited a lot we can wait this few days.

এতে আরও বলা হয় যে EOW (Economic Offense of Wing) এর চূড়ান্ত তদন্ত প্রায় শেসের দিকে, খুব সিগরই একটা ফলাফল পাওয়া যাবে ,.
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
News Date : 14th November 2011

এদিকে ভিন্ন এক খবর থেকে জানা যায় যে Speak Asia Online এর ওয়েব সাইট www.speakasiaonline.com বর্তমানে Speak Asia Online এর ম্যানেজমেন্ট এর হাতে নেই বরং www.speakasiaonline.com টি Indian legal authority EOW (Economic Offense of Wing) এর নিয়ন্ত্রণে আছে, এবং কয়েকদিন পুর্বে www.speakasiaonline.com EOW (Economic Offense of Wing)-ই investigation এর জন্য ওপেন করে। এতে আরও বলা হয় যে EOW (Economic Offense of Wing) এর চূড়ান্ত তদন্ত প্রায় শেসের দিকে, খুব সিগরই একটা ফলাফল পাওয়া যাবে।

।এদিকে বাংলাদেশের অপর একটি Speak Asian Team, TPB (True Panelist of Bangladesh) দাবি করে যে Speak Asia Online Bangladesh Ltd. খুব সিগরই চালু হবে এবং তারা এতে ৯০ ভাগ নিশ্চয়তাও দেন। TPB (True Panelist of Bangladesh) এর এডমিন যেমনটি বলছিলেন ; I strongly believe that Speak Asia going to launch their operation very soon & that day is not so far.।

14th November 2011এর আরও কিছু খবর দেখার জন্য নিম্নে দেখুন!!


Speak Asia Bangladesh Ltd. এর মেনেজমে্নট এর কথা মত www.Speakasiaonline.com websiteটি পুনরায় চালু হয়েছে,.
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
News Date : 9th November 2011

Speak Asia Bangladesh Ltd. এর মেনেজমে্নট এর কথা মত www.Speakasiaonline.com website টি পুনরায় চালু হয়েছে, এবং খুব দ্রুত পর্জায় পর্জায় ট্রেনিং-ও শুরু হয়ে যাবে এবং ডিসেম্বারের শেস বা জানুয়ারির শুরু থেকে সকল কার্জক্রম আবার সম্পুর্ন ভাবে চালু হয়ে যাবে।
জানুয়ারি থেকে সাথে সাথে একজন ব্যাক্তি তার অ্যাকাউন্ট / প্যানেল থেকে সার্বের (জরিপ) আয় এবং বাইনারি আয় করতে সক্ষম হইবে। আরও জানাগেছে এই আয়ের টাকাটা সকল গ্রাহকরা খুব সহজেই এবং দ্রুত ব্যংকের মাধ্যমে পেতে সক্ষম হইবে।
আরও বলেন তাদের বিশ্বাস এই সময়টুকু তাদের গ্রাহকরা তাদের সংগ দিবে এবং নতুন ভাবে Speak Asia Online Bangladesh-এ আবার সাফল্যের সাথে যাত্রা শুরু করবে।

SPEAK ASIA BD LTD. এর মেনেজমেন্ট এবার কাজ সম্পুর্ন করেই একটা সঠিক তারিখ দিচ্ছে..,
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
News Date : 2nd November 2011

SPEAK ASIA BD LTD. এর মেনেজমেন্টের মতে SPEAK ASIA পুনরায় বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করতে এখনও অনেক সময়ের প্রয়োজন এবং তা কোন মতেই ১০ /১২ নভেম্বর এর মধ্যে সম্ভব নয়। বরং SPEAK ASIA BD LTD. পরিপূর্ণ ভাবে তার ব্যবসা শুরু করতে ডিসেম্বর মাস সময় লাগবে।
এদিকে মেনেজমেন্ট কে প্রশ্ন করে আরও জানা গেছে যে তারা বারবার তারিখ দিয়েও যখন ভিবিন্ন সমস্যার কারনে ব্যবসা শুরু করতে পারছে না তখন গ্রাহকরা আশা হারিয়ে ফেলছে, তাই তারা এবার কাজ সম্পুর্ন করেই একটা সঠিক তারিখ দিবে,তবে এর জন্য তারা গ্রাহকদের কাছে ডিসেম্বর মাসটা সময় চাচ্ছে।
এদিকে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে যে SPEAK ASIA ONLINE-এর singapore-এর মেনেজমেন্ট বাংলাদেশ এ ভ্রমণে এসেছিলেন, হেড অফিস সহ অন্যান্ন কার্জক্রম পরিদর্ষন করেছেন।
..

মিঃ মনোজ কুমার (COO of Speak Asia india) এর গোপন সাক্ষাতকার,...
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Nissho Beduyeen
News Date : 27th October 2011
নিঃস্ব বেদুইনঃ স্পিক এশিয়া ফিরছে, কিন্তু তারিখ আর আশ্বাসের বেড়াজাল মারিয়ে সাধারন গ্রাহক হচ্ছে নাকাল । যখন স্পিক এশিয়া সম্পর্কে গ্রাহক মণে অনেকটা আসার সঞ্চার হয়েছে তখনি স্পিক এশিয়া বাংলাদেশের বিভিন্ন উরো খবরে এখন বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং বিভ্রান্ত ও বিরক্ত করছে সাধারন গ্রাহকদের ।
অতন্ত বিশ্বস্ত সুত্রে জানা গেছে, আগামি মাসের মদ্ধেই ফিরছে স্পিক এশিয়া বাংলাদেশ । তাদের সম্পূর্ণ কার্যক্রম নিয়ে পূর্ণ শক্তিতে তারা কাজ করবে বাংলাদেশে । কিন্তু কিছু অতি উৎসাহী মানুষের আচরণে গ্রাহক মণে দ্বিধা সৃষ্টি হচ্ছে । তাই ফিরছে স্পিক এশিয়া বাংলাদেশের অফিস সূত্রে বলা হয়েছে, আপনারা উরও কথায় ক্যান দিবেন না । আমরা অতি দ্রুত আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি । স্পিক এশিয়া সম্পর্কে আরও জানা গেছে, আগামি ১২/১১/২০১১ তারিখের মধ্যে তাদের নতুন ওয়েসাইট সম্পূর্ণ ভাবে চালু হতে যাচ্ছে । এবং ১২/১১/২০১১ তারিখে দেয়া হবে নতুন স্পিক এশিয়ান আই ডি । যেহেতু স্পিক এশিয়া একবার বন্ধ হোয়ে গিয়েছিল তাই এর কার্যক্রম সম্পূর্ণ ভাবে শুরু হতেও সময় লাগবে । সম্ভবত আগামী ৩০/১২/২০১১ তারিখের মধ্যে স্পিক এশিয়া বাংলাদেশ নতুন ভাবে চালু হবে। অতিতের সকল কার্যক্রম এবং নতুন বিজনেস প্ল্যান নিয়ে । কারন স্পিক এশিয়া এইবার প্রোডাক্ট বেজ হয়ে যাচ্ছে এবং বিজনেস প্লানেও আসছে বেশ কিছু পরিবর্তন । এইবার পেমেন্ট সিস্টেমো বদলে যাচ্ছে বেশ । এর সম্ভবত এবার জারা পুরনো গ্রাহক আছেন তারা যদি স্পিক এশিয়ার সাথে কাজ করতে না চান তাহলে তারা তাদের টাকা ফেরত পাবেন ।

মিঃ মনোজ কুমার (COO of Speak Asia india) এর গোপন সাক্ষাতকার,...
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Nissho Beduyeen
News Date : 15th October 2011


নিঃস্ব বেদুইনঃ ইন্ডিয়াতে ধুকতে থাকা Speak Asia এখন তাদের সকল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে । ইন্ডিয়ান সরকারের চাপে এখন Speak Asia india প্রায় তাদের শেষ প্রহর গুনছে। ঠিক সেই সময়ে মিঃ মনোজ কুমারের সাক্ষাতকার Speak Asia গ্রাহকদের মনে একটু হলেও শান্তির পরশ বুলিয়ে দিবে ।

মিঃ মনোজ কুমার (COO of Speak Asia india) আবু ধাবিতে এক সাক্ষাতকারে Speak Asia এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বিভিন্ন মন্তব্য করেন । তার সাক্ষাতকারের মূল অংশ টুকু তুলেধরা হয়েছে এখানে । তিনি বলেন, বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়েছেন । তারমানে Speak Asia এখন বাংলাদেশে কাজ করবে যেটা আগে ছিলনা (আগে যে সব গ্রাহক বাংলাদেশি স্পিক এশিয়ান ছিল তারা আসলে ছিল ইন্ডিয়ান গ্রাহক ) কিন্তু এখন এর সেই রকম হচ্ছে না । কিন্তু দুঃখের ব্যাপার যেখানে বাংলাদেশ সরকার আমাদের বিজনেস প্লান এ্যাপ্রুভ করলো সেখানে ইন্ডিয়া সরকার আমাদের ইন্ডিয়াতে কাজ করার অনুমুতি দিচ্ছে না । যেখানে বাংলাদেশ সরকার আমাদের প্ল্যান বাংলাদেশ সরকার পছন্দ করেছে এবং UK/ England –এ আমরা আমাদের ঐ একী প্লান জমা দিয়েছি এবং আমি খুব আশাবাদী যে আমরা ঐ সকল দেশে আমাদের বিজনেস প্ল্যান নিয়ে কাজ করতে পারবো । তার কথা গুলো ছিল এই রকমঃ ইন্ডিয়ান সরকার আমাদের কাজ করতে দিচ্ছে না । কিন্তু আমাদের কাজ আমাদের প্ল্যান ছিল নতুন এবং কঞ্জিউমার দের জন্য ভিন্ন । যেটা অন্য কোন দেশে হলে গভঃ আমাদের পুরস্কৃত করতো আমাদের দেশের নায়ক হিসেবে ঘোষণা করতো । এই বিজনেস প্ল্যানতা মডেল হিসেবে নিতো । কিন্তু আমাদের সাথে সব কিছু উল্টোই হোল ।
সবশেষে তিনি বলেন, আমরা আশা করছি আমরা খুব দ্রুত বাংলাদেশে আমাদের কাজ শুরু করবো, এর উপরে খুব যোরেসোরে কাজ চলছে । এবং অফিসিয়ালি শুরু হবে ডিসেম্বরে । এবং আমরা ইন্ডিয়াতে কাজ করার আসা এখনো ছারিনি । ইন্দিয়াতেও কাজ করার জন্য সকল অনুমোদন আদায়ের চেষ্টা চালাচ্ছি ।

১৫ই অক্টোবর ২০১১ এর আরও কিছু খবর দেখার জন্য নিম্নে দেখুন!!
 
SPEAK ASIA ONLINE প্রত্যাবর্তন সম্পর্কে বেশ কিছু নিউজ প্রকাশিত হয়,..
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
News Date : 12th October 2011


Speak asia সম্পর্কে mlmnews24 – এ বেশ কিছু দিন ধরেই স্পিক এশিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন সম্পর্কে বেশ কিছু নিউজ প্রকাশিত হয় । এবং তা সম্পূর্ণ সত্য এবং স্পিক এশিয়ার বাংলাদেশের অফিস থেকে সংগ্রহক্রিত । কিন্তু তারা আমাদের কাছে বলা কথা এবং ওপেনিং ডেট ঠিক রাখতে পারে নি অনিবার্য কারনবশত ।
৭ তারিখে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়নি স্পিক এশিয়ার বাংলাদেশে এর অফিসিয়াল কার্যক্রম । কিন্তু অনেকেই বলছে এই মাসের ১৫ তারিখের মধ্যে সার্ভে ফর্ম আসা শুরু করবে এবং নতুন ওয়েবসাইট কাজ শুরু করা থেকে শুরু করে ঠিক হায়ে যাবে সব কিছু । স্পিক এশিয়ার বাংলাদেশের অফিসে গিয়ে মিঃ মঞ্জুরুল ইসলাম শান্ত নামের একজন স্পিক এশিয়ান জানতে পেরেছেন, আগামি ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে সার্ভে ফর্ম অবশ্যই আসা শুরু করবে এবং আগামি ২১ থেকে ২৭ বা ৩০ তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে এবং সকল গ্রাহক তাতে অংশ নিতে পারবে ।
এদিকে সকল খতিগ্রস্থ গ্রাহক চায় স্পিক এশিয়া যত দ্রুত সম্ভব ফিরে আসুক । তারা অতন্ত কষ্ট এবং অনিশ্চয়তার মধ্যে দিন পারকরছে ।

৭ই অক্টবার ২০১১ থেকে SPEAK ASIA ONLINE নতুন ওয়েব-সাইট চালু করে বাংলাদেশে নতুন করে ব্যবসা শুরু করার ১০০% আশ্বাস দিয়েছিলেন।
Report From : Dhaka, Mirpur 12, SAOB Office
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
News Date : 8th October 2011


আজ (৭ই অক্টবার ২০১১) থেকে Speak Asia Online তাদের নতুন ওয়েব-সাইট চালু করে বাংলাদেশে নতুন করে ব্যবসা শুরু করার ১০০% আশ্বাস দিয়েছিলেন। এ ব্যপারে Speak Asia Online বাংলাদেশের মিরপুর অফিস থেকে তিন-চার দিন আগেও ১০০% নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে, Speak Asia Online বাংলাদেশে ৭ই অক্টবার ২০১১ থেকে নতুন ওয়েব-সাইটে শুরু করবে। কিন্তু এ নিউজ লিখা পর্জন্ত Speak Asia Online বাংলাদেশ মেনেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত কোন আপডেট, খবর পাওয়া যায়নি।
এদিকে অনেক Speak Asia Online গ্রাহকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা চায় যে, খুব দ্রুত Speak Asia Online চালু হোক এবং তারা খুব হতাশার থেকে মুক্তি চায়।
 
কিছু ভিন্ন মতামত, মতামতটি MLM NEWS 24 এর স্পিক আসিয়া মতামত কেন্দ্র থেকে নেওয়া ; Speak Asia Online এর সকল panelist দের কিছু কথা বলতে চাই। প্রথমতঃ গত ২৪-২৬ আগষ্টের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠান হবার কথা ছিল সেটা শুনে আমিও গিয়েছিলাম দেখতে আসলেই কোম্পানী কোন অনুষ্ঠানের আয়োজন করেছে কিনা। বলা হয়ছিল এর entry fee ২০০ টাকা। কিন্তু আমি আমার মত আমার এক বন্ধুকে বললাম যেখানে কোম্পানী এখনো বাংলাদেশে officially registered না সেখানে তারা entry fee নিয়ে program করলে তো illegal হবে, এতো সাহস বা দুঃসাহস করবে না বাইরের কোন কোম্পানী। ঠিক ই অনুষ্ঠানের কোন বালাই দেখতে তো পেলাম ই না বরং কেউ কোন authentic news ও দিতে পারলো না এই সম্পর্কে। আর এখন শুনছি মিরপুর আর বনানী অফিসের কথা। Speak Asia Online (BD) নামে ২০১০ এ যে কোম্পানীটি registered হয় chittagong এ সেটি মাত্র একমাসের মধ্যেই নাম পরিবর্তন করে যা জনাব রাজু ...... এর নামে registered ছিল। জনাব তো বেশ কিছুদিন field এ থেকে টাকা পয়সা কামিয়ে চম্পট দিয়েছেন, সমস্যায় পড়লাম আমরা, আমার মত সাধারন কিছু পরের দিককার panelist। সেই এপ্রিল মাস থেকে এদের কাউকে যারা নিজেদের upline leader বলে পরিচয় দিতেন এবং নিজেদের প্রয়োজন মত টাকা ও ডলারের মধ্যকার রেট ঠিক করতেন, তাদেরকে এই এত দিনেও সাধারন panelist দের পাশে দেখাতো যায় ই নি বরং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোম্পানী india তে যে আইনি জটিলতার সম্মুখীন তাতে তাদের main business area, India এর চিন্তা বাদ দিয়ে যে বাংলাদেশের কথা ভাববে এটাই অস্বাভাবিক। তার পরও এটা সত্য যে বাংলাদেশ থেকে কিছু সত্যিকার ভদ্রলোক Singapore গিয়ে ম্যাডামের সাথে দেখা করেন আর বাংলাদেশে এই ব্যবসায়ের ভবিষ্যত নিয়ে কথা বলেন এবং যার ফল বেশ আশাপ্রদ। সরকারের সাথে আসলেই ব্যবসায় প্রতিষ্ঠা নিয়ে Formalities সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এখন কথা হল, বাংলাদেশে যদি সরকার অনুমতি দেন তবে mass media এর কল্যানে আমরা অবশ্যই জানতে পারব। তার আগ পর্যন্ত দয়া করে কেউ কোন ভুয়া খবর যেমন ছড়াবেন না, তেমনি ভুয়া খবরে কান ও দেবেন না। আমরা ভাই এমনিতেই প্রতারিত হই প্রতি পদে পদে। তাই একটু সাবধান। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। ভাল খবর আসবেই ইনশাল্লাহ, রাতের শেষে সূর্য উঠেই।
আমাদের ব্লগ থেকে নেওয়া স্পিক এশিয়া সম্পর্কিত অপর একটি পোস্ট, পোস্টি লিখেছেন শাহ মিরাজ।
এখন পর্যন্ত যত নিউজ বাংলাদেশ এ speakasia এর কার্যক্রম সম্পর্কে এসেছে কোনটার ই ভিত্তি নাই, যার যা মনে হয় তাই বলে, সেটা india 'র কোন নিউজ সাইট হোক বা এদেশের। প্রথমে ভারতে এদের কার্যক্রম সম্পর্কে বলি, কোম্পানী যদি পালাতে চাইত টাকা মেরে তবে অনেক আগেই পালাতে পারত, এত কাঠ খড় পুড়িয়ে, জেলের ঘানি টেনে, কোর্টের দরজায় ঘুরে বেড়াত না। আর বাংলাদেশে কখনো রেজিষ্টার্ড হয়নি বলে প্রেস ব্রিফিং এ বলতে পারেনি যে তাদের অফিসিয়ালি বাংলাদেশে অপারেশন আছে। কিন্তু সত্য হল, কোম্পানী কারো টাকা মারবে না। এদেশে এই ব্যবসা(এমএলএম) এর উপর কারো বিশ্বাস নাই কারন আমরা বাঙ্গালীরা প্রতিটি ব্যবসায়ের নামে মানুষকে ঠকিয়েছি। কখনো ডলারের দাম কিনতে ৫৫টাকা লাগে, কখনো লাগে ৭৫ টাকা। বিক্রয় করতে গেলে কখনো ৬০ টাকা, কখনো ১৩টাকা। এখন যখন কোম্পানী সত্যি সত্যি বাংলাদেশে তাদের কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে যাচ্ছে তার আগেই সব ভুয়া খবরে দেশ সয়লাব। কখনো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের কথা বলে টাকা হতানো হচ্ছে, কখনো বা মিরপুর বননীর অফিসের কথা বলা হচ্ছে। সত্যি যদি হয় ও কারো কোন সমস্যা তো নাই বরং ভাল। আমরাই ব্যাবসা করে দুই পয়সা কামাতে পারবো। কিন্তু কিছু শুরু হবার আগেই যদি তার বাঁশ দেই তবে শেয়ার মার্কেটের মত গুটি কতক লোক ছাড়া বাকি সবাইকে পথে বসতে হবে। আর দোষ যত সব কোম্পানীর, আরে ভাই আমরাই একটু সমঝে চলি না কেন? শুরু হলে খবরের কাগজ হোক বা নিউজ চ্যানেল, জানতে তো পাবই, তাই একটু ধৈর্য ধরে থাকি না আমরা আর কটা দিন? আল্লাহ আমাদের সহায় হোক।

No comments:

Post a Comment